চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং কে.এম এজেন্সির পৃষ্ঠপোষকতায় মহানগরী কিশোর ফুটবল লিগ শীঘ্রই শুরু হবে। অংশগ্রহণে আগ্রহীদলগুলোকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে মোবাইল নম্বর সহকারে স্ব স্ব ক্লাবের প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদকের স্বাক্ষরযুক্ত আবেদন পত্র এম এ আজিজ ষ্টেডিয়ামের দক্ষিণ পাড়স্থ সংস্থার কার্যালয়ে ফুটবল কমিটির সম্পাদক বরাবরে সন্ধ্যাকালীন (৫ টায় থেকে ৯টা) অফিস চলার সময়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যাদের বয়স ১৫ বৎসর বা তার নীচে অর্থাৎ (যাদের জন্ম ০১লা জুলাই ২০০৭ ইং বা তার পরে) এবং যাদের উচ্চতা ৫ (পাঁচ) ফুট ১ (এক) ইঞ্চি বা তার নিচে কেবল মাত্র তারাই কিশোর ফুটবল লিগের খেলোয়াড় হিসাবে তালিকাভুক্ত হইতে পারিবে। প্রত্যেক খেলোয়াড়কে বুট পরে খেলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।