মহানগরী কিশোর ফুটবল লিগে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমি ১–০ পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্রকে পরাজিত করে ‘খ’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। বিজয়ী দলের পক্ষে খেলার ৩৫ মিনিটের সময় একমাত্র গোলটি করেন মো. আসাদুর রহমান জামান আতাউল। দিনের দ্বিতীয় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ২–০ গোলে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। তারা ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন নাঈমুল ইসলাম খেলার ২০ মিনিটের সময় ও দ্বিতীয় গোলটি করেন শিপন খেলার ২৮ মিনিটের সময়। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি–হালিশহর একাদশ ক্লাব (বেলা ১.১৫ টা), সীতাকুন্ড যুব কিশোর ফুটবল ট্রেনিং একাডেমি–মহসিন সাজু ফুটবল একাডেমি (বেলা ২.৩০ টায়)।











