মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদের বিশেষ সভা ও চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আব্দুল মালেক শাহ (ক.) স্মরণে মাসিক ছুফি বৈঠক গত সোমবার বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন ও মহাত্মা সম্মেলনের প্রবক্তা আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.)।
সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান ডা. ছৈয়দ আরেফ হোছাইন। উদযাপন পরিষদের মহাসচিব শাহজাদা ছুফি ছৈয়দ সাইফুল আলম নাইডুর সঞ্চালনায় এতে উদযাপন পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২১ মার্চ দরবার প্রাঙ্গণে অনুষ্ঠেয় মহাত্মা সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।