মহাকাশ কেন্দ্র থেকে ফিরে আসছেন চার নভোচারী

| সোমবার , ৩ মে, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

চার নভোচারী স্পেসএঙ মহাকাশ যানে করে শনিবার পৃথিবীতে ফেরার উদ্দেশ্যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রত্যাগ করেছেন। এই চার নভোচারী মহাকাশে ১৬০ দিন অতিবাহিত করেন। দ্য ক্রু ড্রাগন ক্যাপসুলটি রোববার গ্রিনিচ মান সময় ০০৩৫ টায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে আসে। পৃথিবীতে ফিরতে তার সাড়ে ছয়ঘন্টা লাগার কথা রয়েছে। ফ্লোরিডার পানামা সিটিতে গ্রিনিচ মান সময় ০৬৫৭ টায় স্পেসএঙের অবতরণের কথা রয়েছে। খবর বাসসের।
এদিকে মহাকাশ কেন্দ্রে থাকা সাত নভোচারীর মধ্যে যে চারজন ফিরে আসছেন তাদের একজন মার্কিন নভোচারী মাইকেল হপকিন্স। তাদের নিয়ে মহাকাশ যানটি যখন মহাকাশ কেন্দ্র ছাড়ছিল তখন হপকিন্স সেখানে রয়ে যাওয়া নভোচারীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। পৃথিবীতে আমাদের শিগগীরই দেখা হবে। নভোচারী হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও জাপানের শোচি নগুচি গত নভেম্বরে মহাকাশে যান। প্রাথমিকভাবে তাদের বুধবারে ফেরার কথা থাকলেও অবতরণস্থলের খারাপ আবহাওয়ার কারণে তা পেছানো হয়। উল্লেখ্য, ২০১১ সালে স্পেস শার্টল কর্মসূচি বন্ধের পর মার্কিন মাটি থেকে আইএসএসে স্পেসএঙের এটিই প্রথম উৎক্ষেপণ।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু টাইগারদের
পরবর্তী নিবন্ধআফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু