প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় মহাকাশে হেঁটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি অ্যানটেনার পরিবর্তন করলেন স্পেসএক্স ক্রু ড্রাগনের দুই নভোচারী। খবর বাংলানিউজের।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুই নভোচারী থমাস মার্শবার্ন ও কায়লা ব্যারন অ্যানটেনার পরিবর্তনে কাজ করেছেন। নাসা বলেছে, খানিকটা ঝুঁকি নিয়ে এই অভিযান সম্পন্ন করা হয়েছে। কারণ, সপ্তাহখানেক আগে রাশিয়া মহাকাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। এর ধ্বংসাবশেষ কক্ষপথে ছিল। ৬১ বছর বয়সী থমাস মার্শবানের্র জন্য মহাকাশে হাঁটার ঘটনা নতুন নয়। এর আগেও তিনি চারবার মহাকাশে হেঁটেছেন। তিনি পেশায় চিকিৎসক। এরপর দুটি কক্ষপথ ভ্রমণে তিনি ফ্লাইট সার্জন ছিলেন। তবে ৩৪ বছর বয়সী ব্যারনের কাছে মহাকাশে হাঁটার অভিজ্ঞতা এটাই প্রথম। তিনি ছিলেন মার্কিন নৌবাহিনীর সাবমেরিন অফিসার। অভিযান শেষে ব্যারন বলেছেন, অভিজ্ঞতাটা ছিল অসাধারণ।