মহাকাশে হারাল জেফ বেজোসের ৮ কোটি ৮০ লাখ ডলারের স্যাটেলাইট

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

মহাকাশে হারিয়ে গেল ধনকুবের জেফ বেজোসের একটি মিথেন ট্র্যাকিং স্যাটেলাইট। গত ২০ জুন বিচ্ছিন্ন হয়ে যায় ২০২৪ সালের মার্চে উৎক্ষেপণ করা আট কোটি ৮০ লাখ ডলারের মিথেনস্যাট নামের ওই স্যাটেলাইটটির সংকেত। খবর বিডিনিউজের।

এসময় তেল ও গ্যাস উৎপাদন করা অঞ্চলের মিথেন নির্গমন পরিমাপ করছিল স্যাটেলাইটটি। স্যাটেলাইটটি পরিচালনা করত মার্কিন অলাভজনক সংগঠন এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড। তারা বলছে, নিজের শক্তি হারিয়ে ফেলেছে এটি এবং সম্ভবত এটিকে আর ফিরে পাওয়া যাবে না। স্যাটলাইটটিকে সর্বশেষ শনাক্ত করা গেছে নরওয়ের আকাশে। বেজোস আর্থ ফান্ডের দেওয়া ১০ কোটি ডলার অনুদান দিয়ে মিথেনস্যাট তৈরি ও চালু করেছিল সংগঠনটি, যেটি অ্যামাজন প্রতিষ্ঠাতার একটি জনহিতকর উদ্যোগ বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট। এ ক্ষতির পরও এক বিবৃতিতে এনভায়রনমেন্টাল ডিফেন্স বলছে, মিথেন নির্গমন সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে মিশনটিতে। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যের দিক থেকে এবং বিশ্বজুড়ে শিল্প ও নিয়ন্ত্রক সংস্থা উভয়ের ওপর স্থায়ী প্রভাবের ক্ষেত্রে এক অসাধারণ সাফল্য এনেছে এই মিশন। মিথেনস্যাটকে ধন্যবাদ, আমরা তেল ও গ্যাস উৎপাদন অঞ্চল থেকে নির্গত মিথেনের বিতরণ এবং আয়তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধজাপানে প্রত্যন্ত দ্বীপপুঞ্জে দুই সপ্তাহে ৯০০ ভূমিকম্প, সমুদ্রে অদ্ভুত গর্জন
পরবর্তী নিবন্ধগাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ফাইনাল প্রস্তাব খতিয়ে দেখছে হামাস