মহাকাশে ভেঙে পড়ল বোয়িংয়ের স্যাটেলাইট

| বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

মহাকাশ কক্ষপথে ভেঙে পড়েছে অ্যারোপ্লেন ও নভোযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের নকশা ও নির্মাণ করা একটি যোগাযোগ স্যাটেলাইট। ‘আইএস৩৩ই’ নামের এ স্যাটেলাইটটি পুরোপুরি ভেঙে পড়ার খবর নিশ্চিত করেছে এর অপারেটর কোম্পানি ইনটেলস্যাট, যার ফলে তাদের ইউরোপ, আফ্রিকা ও এশিয়াপ্যাসিফিক অঞ্চলের কিছু অংশের গ্রাহক সেবায় সমস্যা দেখা দিয়েছে। কোম্পানিটি আরও বলছে, এ ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। খবর বিডিনিউজের।

সাম্প্রতিককালে একাধিক জায়গায় সমস্যার মুখে পড়েছে বোয়িং। এর মধ্যে রয়েছে কোম্পানির বাণিজ্যিক প্লেন ব্যবসায় নিষেধাজ্ঞা ও স্টারলাইনার রকেট সংশ্লিষ্ট জটিলতার মতো বিষয়গুলো। স্যাটেলাইটটির ডেটা ও পর্যবেক্ষণগুলো বিশ্লেষণের জন্য আমরা এর নির্মাতা কোম্পানি বোয়িং ও বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে কাজ করছি, বলেছে ইনটেলস্যাট।

তবে বিষয়টি নিয়ে বোয়িং বিবিসির কাছে সরাসরি মন্তব্য না করলেও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পেসট্র্যাকিং ওয়েবসাইট স্পেস্টট্র্যাক। ইউএস স্পেস ফোর্সেস (ইউএসএসএফ) বলেছে, তারা এখন স্যাটেলাইটটির প্রায় ২০টি টুকরা ট্র্যাক করে দেখছে।

পূর্ববর্তী নিবন্ধএই বিমানবন্দরে আলিঙ্গনের সময় তিন মিনিট
পরবর্তী নিবন্ধজাতিসংঘে চীনের মানবাধিকারের সমালোচনায় পশ্চিমারা