মহাকাশে গেল ভারতের প্রথম বেসরকারি রকেট দবিক্রম-এস’

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

ভারতে প্রথম বেসরকারিভাবে নির্মিত রকেট দবিক্রম-এস’ শ্রীহরিকোটা মহাকাশবন্দর থেকে সফলভাবে উড্ডয়ন করেছে। গতকাল শুক্রবারের এই উড্ডয়নের মধ্য দিয়ে ভারতের মহাকাশ ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অংশীদারিত্বের সূচনা হল। গত কয়েক দশক ধরে এ ক্ষেত্রটিতে দেশটির রাষ্ট্রপরিচালিত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনেরই (ইসরো) প্রাধান্য ছিল। খবর বিডিনিউজের।
মিশনের শুরু সফলভাবে সম্পন্ন হয়েছে। অভিনন্দন, টুইটারে দেওয়া ঘোষণায় ইসরো এমনটাই বলেছে বলে জানিয়েছে এনডিটিভি। বিক্রম-এস রকেটের নির্মাতা হায়দ্রাবাদভিত্তিক স্টার্ট-আপ স্কাইরুট অ্যারোস্পেসই ইসরো ও ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টারের (ইন-স্পেস) সহায়তায় এই ‘প্রারম্ভ’ (সূচনা) অভিযানে নামে। বিক্রম-এস রকেটটি অন্ধ্র প্রদেশভিত্তিক এন স্পেস টেক ইন্ডিয়া, চেন্নাইভিত্তিক স্টার্টআপ স্পেস কিডস ও আর্মেনিয়ার বাজুমকিউ স্পেস রিসার্চ ল্যাবের তিনটি পেলোড নিয়ে গেছে। উৎক্ষেপিত! প্রথম ভারতীয় বেসরকারি রকেট হিসেবে আকাশে গিয়ে ইতিহাস তৈরি করল বিক্রম-এস। ঐতিহাসিক এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকায় আপনাদের ধন্যবাদ, টুইটারে বলেছে স্কাইরুট অ্যারোস্পেস।

পূর্ববর্তী নিবন্ধগাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২১
পরবর্তী নিবন্ধনেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি