মস্কোর পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ হিসেবে গোপন এক রাশিয়ান স্যাটেলাইট নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর কক্ষপথের আশপাশে ঘুরছে বলে ধারণা বিশ্লেষকদের। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের তিন সপ্তাহ আগে রাশিয়া তাদের মহাকাশ বন্দর প্লেসেটস্ক কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করে কসমস ২৫৫৩ নামের স্যাটেলাইটটিকে। খবর বিডিনিউজের।
পৃথিবীর কক্ষপথে থাকাকালীন সমস্যার মুখে পড়ায় এটি আর কার্যকর নেই বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। আবহাওয়ার পূর্বাভাসের ডপলার রেডার ও মহাকাশট্র্যাকিং কোম্পানি লিওল্যাবস–এর তথ্য বলছে, ২০২৪ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে টালমাটাল অবস্থায় রয়েছে স্যাটেলাইটটি।
বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হতে পারে এই স্যাটেলাইট। এদিকে, কসমস ২৫৫৩ স্যাটেলাইটটিকে বিকিরণ ও ভারী চার্জওয়ালা কণার প্রভাবের অধীনে পরীক্ষার জন্য নতুন উন্নত যন্ত্র ও সিস্টেম দিয়ে সাজানো এক প্রযুক্তিগত মহাকাশযান হিসাবে বর্ণনা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএস–এর ২৫ এপ্রিল প্রকাশ পাওয়া স্পেস থ্রেট অ্যাসেসমেন্ট প্রতিবেদন অনুসারে, স্যাটেলাইটটি সম্ভবত একটি ‘ডামি ওয়ারহেড’ বহন করছে।