মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ

| বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সুদীপ্ত চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল আলম। তিনি বলেন, হাটহাজারী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়।

বিদ্যালয়ের মান উন্নয়নে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অমরনাথ চৌধুরী, প্রাক্তন সভাপতি বিশ্বনাথ চৌধুরী, দাতা সদস্য অঞ্জন কুমার চৌধুরী, মিলন চৌধুরী, রিমন মুহুরী, দিলীপ নাথ, অধ্যাপক বিকাশ নন্দী, রতন ধর, বিকাশ ধর, স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ, বক্তব্য রাখেন জলি পারিয়াল, সময় রায় নাথ, লিটন কুমার শীল, স্বাতী রানী শীল, জগন্নাথ চন্দ্র দাশ, ইমাম হাসান, সাকী দেব, রুজী দাশ, তামান্না সুলতানা, লিজা চৌধুরী প্রমুখ। শেষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নচাষীর ঈদ উৎসব
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি জেদ্দা শাখার ঈদ পুনর্মিলনী