শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, ষোলো উপাদান আর ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে দুর্গোৎসবের মহাসপ্তমী। চণ্ডীপাঠ, ঢাকের বোল, মন্ত্র, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনি, অঞ্জলি, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ সব মিলিয়ে প্রতিটি মণ্ডপেই ছিল উৎসবের সমারোহ। আজ বুধবার মহাঅষ্টমী ও কুমারী পূজা। শাস্ত্র অনুসারে সাধারণত এক থেকে ১৬ বছরের কুমারীকে পূজা করা হয়। বয়সভেদে কুমারীর নাম হয় ভিন্ন। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ।
মা দুর্গার বোধনের মধ্য দিয়ে গত সোমবার শুরু হয় বাঙালি হিন্দু সমপ্রদায়ের শারদীয় দুর্গোৎসব। গতকাল মহাসপ্তমী পুজোর দিন সন্ধ্যা নামতেই ঝলমলিয়ে ওঠে চট্টগ্রাম মহানগরীর প্রধান পূজা মণ্ডপ জেএমসেন হল, সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত কুসুম কুমারী পূজা মণ্ডপ ও চেরাগী পাহাড় পূজা মণ্ডপসহ ঐতিহ্যবাহী মণ্ডপগুলো। আজ বুধবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা শুরু হবে। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ শেষে বেলা ১২টা ৩১ মিনিট থেকে ১টা ১৯ মিনিটের মধ্যে সল্পিব্দ পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন করা হবে। পাথরঘাটাস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে কুমারী পূজা। কুমারী পূজার জন্য মাতৃভাবের পবিত্রতার প্রতীক অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসেবে মনোনীত করা হয়। সকাল সাড়ে ১০টায় মাতৃরূপে ফুল, চন্দন, বেলপাতা, তুলশী পাতা দিয়ে তারই পূজা করা হবে। তবে প্রথা ও নিরাপত্তার কারণে মেয়েটির নাম ও পরিচয় পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রকাশ করা হয় না বলে জানান শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজ।
দুর্গোৎবের মূল পর্ব শুরু হয় সপ্তমীতে। গতকাল মঙ্গলবার সকালে পূজা শেষ হওয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে চলে দেবী-দর্শন। বিকাল হয়েই পূজামণ্ডপ গুলোতে দেবী দর্শনে পূজার্থী জনগণের ভিড় বাড়তে থাকে। দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদানসহ প্রসাদ গ্রহণও চলে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পরদিন শুক্রবার সকাল ৭টায় পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৮টায়। পরে প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী সার্বজনীন এ উৎসবের।
এবার চট্টগ্রাম মহানগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হল প্রাঙ্গণসহ ১৬টি থানায় ব্যক্তিগত, ঘটপূজাসহ ২৭৬টি পূজামণ্ডপে পুজা উদযাপন হচ্ছে বলে জানান মহানগর মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। তিনি জানান, নগরীর প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার চেরাগীপাহাড় পূজা মন্ডপসহ নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন করেন।
এদিকে চট্টগ্রামের ১৫ উপজেলায় ১ হাজার ৫৫৩টি ও পারিবারিক ৪১১টি সহ ১ হাজার ৯৬৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। চট্টগ্রামে সব পূজামন্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
জেএম সেন হলে আজকের কর্মসূচি : চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপে আজ মহাঅষ্টমীর কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টায় মহাঅষ্টমী বিহিত পূজা, দুপুর ১টায় পুষ্পাঞ্জলি, ২টায় জাগরণ পুঁথিপাঠ, বিকাল ৪টায় বস্ত্র বিতরণ, সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি, সাড়ে ৭টায় আলোচনা সভা, রাত ১১টায় সন্ধিপূজা।












