মহসিন কলেজ মাঠের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

চুক্তিমূল্য ৪ কোটি সাড়ে ৩৪ লাখ টাকা, কাজ শেষ হবে আগামী বছরের ৩০ মে

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে কেবল পাঠদান নয়, শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশেরও ব্যবস্থা থাকা জরুরি। মহসিন কলেজ মাঠের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন, খেলাধুলা ও শারীরিক চর্চায় সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করছি। গতকাল বৃহস্পতিবার নগরীর ঐতিহ্যবাহী সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। একই অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মহসিন কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি নগরীর ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মাঠের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি স্থানীয় বাসিন্দারাও ক্রীড়া ও শারীরিক চর্চায় সুযোগ পাবেন। আমাদের লক্ষ্য নগরের তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে যুক্ত করা। মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষার পাশাপাশি নগরবাসীর সুস্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে সমানভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রকল্পগুলো শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করবে।

চসিকের প্রকৌশল বিভাগ জানিয়েছে, এ প্রকল্পের চুক্তিমূল্য ৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ৬৬৭ টাকা ২৮ পয়সা। কাজ শেষ হবে ৩০ মে ২০২৬ তারিখে। মাঠ উন্নয়নকাজ বাস্তবায়ন করছে ডেল্টা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসোর্টিয়াম লিমিটেড। প্রকল্পের আওতায় মোট ৪৩১১ বর্গমিটার (.০৬৫ একর) এলাকা উন্নয়ন করা হবে। এছাড়া দর্শনার্থীদের জন্য একটি গ্যালারি নির্মাণ করা হবে, যার সাথে পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট সুবিধা থাকবে। শারীরিক চর্চা ও বিনোদনের জন্য মাঠে উন্নত মানের ব্যায়াম সরঞ্জাম, ২৩১ মিটার লম্বা ও ২.৪ মি. প্রস্থের বাইসাইকেল লেইন, এবং ২৩০ মিটার লম্বা ও ২.৪ মি. প্রস্থের ওয়াকওয়ে নির্মিত হবে। রাতের খেলাকে উপযোগী করতে মাঠে আধুনিক লাইটিং সিস্টেম ও ফ্লাড লাইট স্থাপন করা হবে। মাঠের নিরাপত্তায় থাকবে সিসিটিভি ক্যামেরা এবং পানি দেয়ার জন্য থাকবে আধুনিক স্প্রিংকলার সিস্টেম। পাশাপাশি, মাঠকে সর্বদা ব্যবহারোপযোগী রাখতে নির্মাণ করা হবে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা।

এ সময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহম্মদ কামরুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহীদ উল্লাহ, ৯৩ ব্যাচের প্রতিনিধি শাহজাহান, মহসিন কলেজ এলামনাই সদস্য সচিব কামরুল মেহেদী, সভাপতি মহিউদ্দীন শামীম, সালাহউদ্দিন কাউসার লাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের কল্যাণে ইলেক্ট্রো মার্টের কনকা ও গ্রি লোগো সম্বলিত ছাতা উপহার
পরবর্তী নিবন্ধবীর চট্টলা