বোয়ালখালী উপজেলার পূর্ব চরখিজিরপুর গ্রামে আলমগীর হোসেন ইমন নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে বোয়ালখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের বোন তানভী সালাম বাদী হয়ে খোরশেদ আলমকে প্রধান আসামি করে ১৮ জনকে সুনির্দিষ্ট ও ১৫-২০ জন অজ্ঞাতকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
নিহত আলমগীর হোসেন ইমন পূর্ব চরখিজিরপুর গ্রামের মোবারক আলী ফকির বাড়ির আবদুল ছালামের ছেলে। আলমগীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আজাদীকে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সৈয়দ ও মাহবুবুর রহমান নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
নিহতের পিতা আবদুল ছালাম অভিযোগ করে আজাদীকে বলেন, পার্শ্ববর্তী খোরশেদ আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে তার বিরোধ ছিল। জায়গা দখলের জন্য মঙ্গলবার রাত ১টার দিকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আসেন খোরশেদ। তারা সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে এ সময় এলাকাবাসীসহ আমরা তাদের বাধা দিই। এরপর তারা ফিরে যাওয়ার সময় বাড়ির সড়ক থেকে আমার ছেলেকে জোর করে টেনে হিঁচড়ে রাস্তার কিছু দূর নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান। আমি ছেলে হত্যার বিচার চাই।