মহসিন কলেজ’৯৩ ব্যাচের মিলনমেলা

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

স্মৃতি ও বন্ধুত্বের টানে দীর্ঘ বত্রিশ বছর পর আবারও একত্রিত হলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ব্যাচের সংগঠন বন্ধুতা’র উদ্যোগে চিটাগাং ক্লাবে এই পুনর্মিলনী মিলনমেলায় পরিণত হয়।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে ওঠে প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণা ও হাসিআনন্দে ভরা মুহূর্ত। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বন্ধুদের তথ্য সম্বলিত বিশেষ প্রকাশনা বন্ধুতা’র মোড়ক উন্মোচন।

স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র। গান, কবিতা ও হাস্যরসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শেষে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন ব্যাচের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। বত্রিশ বছর পরের এই মিলন আবারও প্রমাণ করলসময় বদলায়, জীবন বদলায়, কিন্তু বন্ধুত্বের বন্ধন চিরন্তন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগীশিক’র বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা কাল
পরবর্তী নিবন্ধজনগণের অধিকার হরণের পরিণতি ভালো হয় না