মহসিন কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ মে, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে ইসরাত জাহান কাকন নামে ওই শিক্ষার্থীকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে চকবাজার থানা পুলিশের একটি টিম ক্যাম্পাসে এসে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, আটক ইসরাত জাহান কাকন নামে ওই শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী। ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ছাত্র রাজনীতি বিরোধী উসকানি দেয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, মহসিন কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের দেয়া খবরে ইসরাত জাহান কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা এবং ঘটনার সত্যতা নিয়ে আমরা বিষয়টি তদন্ত করছি।

পূর্ববর্তী নিবন্ধলামা থানায় পুলিশের অভিযানে ১০ জন জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধআইনজীবী আলিফ খুনের মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন