তুচ্ছ ঘটনার জেরে মারামারিতে জড়িয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন নামের একজন আহত হয়েছে। তিনি নাকে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। গত বৃহস্পতিবার বিজয় দিবসের অনুষ্ঠান শেষে কলেজ অধ্যক্ষের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ঘটনার সূত্রপাত। তর্কাতর্কি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে একজন আহত হন। এ বিষয়ে চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, কথা- কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতি। এতে একজন আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।