চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বড় ভাই এ এ এম সাইফুদ্দিন নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঝাউতলা, জামাল খান, কদম মোবারক, রহমতগঞ্জ ও আন্দরকিল্লা মহল্লা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সমিতির সভাপতি আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কমিশনার এ এম এম সাহাবউদ্দিনের মৃত্যুতে পদটি শূন্য হলে সমিতির কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়। গত ৭ অক্টোবর বাদে এশা সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি এ এ এম সাইফুদ্দিনকে নির্বাচিত করা হয়।
দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২০ অক্টোবর সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।









