মহল্লা সমিতির নতুন সভাপতি সাইফুদ্দিন

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বড় ভাই এ এ এম সাইফুদ্দিন নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঝাউতলা, জামাল খান, কদম মোবারক, রহমতগঞ্জ ও আন্দরকিল্লা মহল্লা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সমিতির সভাপতি আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কমিশনার এ এম এম সাহাবউদ্দিনের মৃত্যুতে পদটি শূন্য হলে সমিতির কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়। গত ৭ অক্টোবর বাদে এশা সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি এ এ এম সাইফুদ্দিনকে নির্বাচিত করা হয়।
দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২০ অক্টোবর সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকঠোর শৃঙ্খলার সাথে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে
পরবর্তী নিবন্ধসাধারণ মানুষের সহযোগিতায় এতিম পরিবার পেল ঘর