সুজলা–সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলা মহল্লায় মহল্লায় চৌকিদার মসজিদে, মন্দিরে, বিহারে তৎকালীন মুরব্বিরা টুকটাক বিশৃঙ্খলা, মারধর, জায়গা সম্পত্তির গণ্ডগোল, সমাধান করতো। তার পর্যায়ক্রমে মেম্বার, চেয়ারম্যান, মেট্রোপলিটন এলাকায় কমিশনার এক যুগ ধরে কাউন্সিলর ওয়ার্ড অফিসে বিচার। তার পর থানা পর্যায়ে বৈঠকে অনেক সমাধান হলে তারপর ভূমিদস্যুরা না মানলে এডিএম কোর্টে আইনজীবীরা সুষ্ঠু, সুন্দরভাবে যুক্তিতর্ক দিয়ে বুঝাইতে পারলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৫ জারি করে।
কিন্তু দুঃখের বিষয় ১ম অতিরিক্ত দায়রা জজ তা শুনতেও নারাজ। তার ফলে ভূমিদস্যুরা লাভবান হয়। তাই মহল্লা ভিত্তিক শালিশী বোর্ড প্রয়োজন।
এম এ সালাম
পাহাড়তলী, চট্টগ্রাম।