মহরতের পর নায়িকা জানালেন ‘করছি না’!

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

খটকাটা মহরত অনুষ্ঠানেই লেগেছে আগতদের মনে। কারণ ছবিটির সঙ্গে জড়িত নায়ক, লেখক, পরিচালক, সংসদ সদস্যসহ অন্য প্রায় সবাই হাজির থাকলেও দেখা মিললো না নায়িকার। সেই জমকালো মহরত অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মাথায়, সেই নায়িকাই দিলেন বড় চমক। জানালেন, ছবিটি তিনি করছেন না!

গতকাল বৃহস্পতিবারের মহরতের আগে গত সপ্তাহজুড়ে দেশের প্রায় সকল গণমাধ্যমে খবর এসেছে- প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন নিরব ও সুনেরাহ বিনতে কামাল। দুজনের সঙ্গে ছবির অন্যতম চরিত্রে আছেন কিংবদন্তি আসাদুজ্জামান নূর। আর সিনেমার গল্পটি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তাদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’ নির্মাণ করছেন খ ম খুরশীদ।

পূর্ববর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে নগর ও নাগরিকের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধনিজেকে কিংবদন্তি ভাবেন না আসাদুজ্জামান নূর