মস্তিষ্কে ব্লাড ক্লট থেকে সেরে উঠে তুর্কী ব্যক্তি অনর্গল বলছেন ড্যানিশ

| সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

১০ বছরেরও বেশি আগে তিনি ছিলেন ডেনমার্কে। এর মধ্যে নিজের দেশ তুরস্কে ফিরে বরাবর তুর্কী ভাষাতেই কথা বলেছেন। এর মধ্যে হঠাৎ করেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় আক্রান্ত হন রাহমি কারাদেমির। সেরে উঠে দেখেন তুর্কী ভাষার কিছুই তার মনে নেই! খবর বিডিনিউজের। শুক্রবার তার চিকিৎসক ও পরিবারের সদস্যরা বলেছেন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ও জরুরি চিকিৎসা নেওয়ার পর ৬৭ বছর বয়সী রাহমি কারাদেমির ড্যানিশ ভাষায় কথা বলতে শুরু করেছেন। যদিও এ ভাষায় বছরের পর বছর ধরে কথা বলেননি তিনি। দশ বছর আগে তুরস্কের কোনিয়া প্রদেশে স্থায়ীভাবে বসবাস শুরুর আগে ডেনমার্কে দুই দশক কাটিয়েছিলেন কারাদেমির। গত সপ্তাহে তিনি তুরস্কের সেলকুক ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন হসপিটাল’এ হাঁটুর অস্ত্রোপচার করান বলে প্রতিবেদনে লিখেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। অস্ত্রোপচারের দুই দিন পরই হঠাৎ করে তার ডান হাত ও পায়ের শক্তি হারিয়ে ফেলেন কারাদেমির, আক্রান্ত হয় বাকশক্তিও। এরপর তাকে জরুরীভিত্তিতে হাসপাতালে নিলে তার মস্তিষ্কের বাম দিকের অংশে থাকা প্রধান একটি ধমনীতে রক্ত জমাট বাঁধার মতো অবস্থা দেখতে পান ডাক্তাররা।

পূর্ববর্তী নিবন্ধইরানি বন্দরে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮
পরবর্তী নিবন্ধআমাদের ক্ষেপণাস্ত্র ভারতের দিকেই তাক করা : হানিফ আব্বাসি