রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলায় দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও নগরীর বিমানবন্দর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছে। রাশিয়া এ হামলা চালানো অভিযোগ করেছে ইউক্রেনের বিরুদ্ধে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, ওডিনতসোভো এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং অন্য দুটো ড্রোন নিষ্ক্রিয় করা হলেও তা অফিসভবনে বিধ্বস্ত হয়েছে। একজন আহত হওয়ার খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। ইউক্রেনের কর্মকর্তারা এমন হামলার কথা স্বীকার করেন নি। মস্কোর মেয়র সের্গেই সোবাইয়ানিন বলেছেন, দুটি অফিস ভবনের সামনের দিক সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ভবনদুটির কোণায় কয়েকটি জানালা ভেঙে গেছে। মাটিতে পড়ে আছে ধ্বংসাবশেষ।
এক প্রত্যক্ষদর্শী আগুন, ধোঁয়া দেখতে পাওয়া এবং বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া কথা জানিয়েছেন রয়টার্স বার্তা সংস্থাকে। বিবসি জানায়, দক্ষিণ–পশ্চিমে নগরীর কেন্দ্রস্থলে ভনুকোভো বিমানবন্দরে বিমান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করা হয় এবং বিমানবন্দরটিতে আসা বিমানগুলোর গতিপথ পরিবর্তন করে অন্য বিমানবন্দরে নামানো হয়। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী হামলার চেষ্টা বানচাল করা হয়েছে। রোববার সকালের দিকে এই ড্রোন হামলা হয়। রাশিয়া সর্বশেষ এই হামলার জন্যও কিইভেই দোষারোপ করেছে। তবে ইউক্রেন রাশিয়ার ভেতরে কোনও হামলার দায় সচরাচর স্বীকার করে না।











