মসজিদ ও কবরস্থানের উন্নয়নে নওফেলের ৪ লাখ টাকা অনুদান

পশ্চিম বাকলিয়া | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

১৭ নং পশ্চিম বাকলিয়ায় ২টি মসজিদ ও ২টি কবরস্থানের উন্নয়নের জন্য ১ লাখ টাকা করে অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এগুলো হলো বড় মিয়া মসজিদের কবরস্থান, সোমা বাপের কবরস্থান, বায়তুর রহমান জামে মসজিদ ও মো. ইদ্রিস জামে মসজিদ।
অনুদানের চেক মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইউনুছ কোম্পানি। উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, সেলিম মিয়া, অ্যাডভোকেট সৈয়দ মো. জানে আলম, মো. গোলাম আজম, আবু সায়িদ মিন্টু, আনিস উদ্দিন পিন্টু, মো. ইকবাল হোসেন, সাগর আলী, নাছির কোম্পানী, ডা. শওকত ইমরান, মো. হারুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে নতুন রূপে শুরু বিএসসি ইন ইকোনমিক্স
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সংলাপ