মসজিদে মসজিদে মুসল্লির ঢল

শবে বরাত

আজাদী অনলাইন | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৯:৫৬ অপরাহ্ণ

পবিত্র শবে বরাতের রাতে চট্টগ্রামের প্রতিটি মসজিদে মুসল্লির ঢল নেমেছে।

নগরীর দামপাড়ার জমিয়তুল ফালাহ সহ অনেক মসজিদ সাজানো হয়েছে বর্ণিল বাতি দিয়ে।

বড় মসজিদগুলোর সামনে আতর, টুপি, মেসওয়াক, তসবিহ, আগরবাতি, মোমবাতি, জায়নামাজ, নামাজ শিক্ষা ও দোয়া-দরুদের বই, মুখরোচক খাবার, মাস্ক সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

মসজিদে মসজিদে করোনামুক্তি, বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি, মানবজাতির সুখ, সমৃদ্ধি, রোগমুক্তির জন্য দোয়া করা হয়েছে।

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত। ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত। নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, জিকির, তাহাজ্জুতসহ নানান ইবাদত বন্দেগিতে ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করেন এ রাতে।

এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ধর্মপ্রাণ মুসলমানদের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগির সুবিধার্থে আজ শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত পবিত্র শব-ই-বরাত উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ মার্চ) ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফাটানো, উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করেছে।

আতশবাজি, পটকা ফাটানো ও উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিম কার্ড ছাড়া মোবাইল ফোন!