মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩৪

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১১:১৮ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জন হল। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মারা যান ফতুল্লার নিউখানপুর ব্যাংক কলোনির আনোয়ার হোসেনের ছেলে মো. সিফাত (১৮)। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শ্বাসনালীসহ সিফাতের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। খবর বিডিনিউজের।
গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জনেরই মৃত্যু হল। তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস মসজিদের বদ্ধ ঘরে জমে এই বিস্ফোরণ ঘটে বলে তদন্তে বেরিয়ে এসেছে। দগ্ধদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কেবল একজন। পটুয়াখালীর চুন্নু মিয়ার ছেলে মো. কেনান (২৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসিরহাট গ্রামের আবদুল আহাদের ছেলে আমজাদ (৩৭) এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পার্থ শংকর পাল জানান, আমজাদের দেহের ২৫ শতাংশ এবং কেনানের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধতরিকতের একনিষ্ঠ সাধক ছিলেন ঈছাপুরী (রহ.)
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে ডিজিটাল মার্কেটিং বিষয়ে ভার্চুয়াল কর্মশালা আজ