বাংলাদেশ সফররত মসজিদে নববীর ইমাম ও খতিব শাইখ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুআইজান ও সৌদি আরবের ইসলামিক এফিয়ার্স মিনিস্ট্রির ডেপুটি মিনিস্টার শাইখ ড. আউয়াদ সবতি আল–আনিজীকে নিজের লেখা বই উপহার দেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
গত রবিবার রাত আটটায় সৌদি আরব থেকে আগত উপরোক্ত দুই অতিথির সম্মানে ঢাকাস্থ সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আদ্ দুহাইলানের দেয়া ডিনার প্রোগ্রামে বই উপহার দেওয়া হয়। এ সময় তাঁদের মাঝে কুশল বিনিময় হয়। সৌদি আরবের রাষ্ট্রদূতের আমন্ত্রণে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান প্রমুখ।