মসজিদে ক্ষমা চেয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিলেন রাঙ্গুনিয়ার ‘জলইক্যা’

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ঘাগড়াকুল এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আজিজুল হক (৬৫) ওরফে জলইক্যা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। একাধিকবার গ্রেপ্তার হলেও বের হয়ে ফের এই ব্যবসায় চালিয়ে গেছেন তিনি। এই নিয়ে সম্প্রতি এলাকাজুড়ে প্রতিবাদের জড় উঠে এবং তাকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে। তবে এবার প্রকাশ্য মসজিদে গিয়ে সবার সামনে এই ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ঘাগড়াকুল বাইতুল ইকরাম জামে মসজিদে মুসল্লীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তিনি এই অঙ্গীকার করেন।

এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত আজিজুল হক ওরফে জলইক্যা এদিন মসজিদে উপস্থিত সকলের সামনে তার অতীতের সব অবৈধ কার্যক্রমের জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে হালাল ব্যবসাবাণিজ্যের মাধ্যমে জীবন অতিবাহিত করার ওয়াদা করেন। মসজিদের ইমাম এইচ এম তারেক হোসাইন তাকে তওবা পাঠ করান।

জানা যায়, গত ১৭ নভেম্বর স্থানীয় এলাকাবাসী আজিজুল হক ওরফে জলইক্যার মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করলে তিনি পালিয়ে যান। এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে তিনদিন পর মাদক ব্যবসা থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানান।

এলাকার সমাজসেবক ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার জানান, জলইক্যা যদি এই ওয়াদা ভঙ্গ করে পুনরায় মাদক ব্যবসায় জড়ান, তবে এলাকাবাসী তাকে আর ছাড় দেবে না।

এসময় মসজিদে উপস্থিত ছিলেন ঘাগড়াকুল বাইতুল ইকরাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিউল আহমদ, রাজানগর আর এবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউছুপ কামাল তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, ইসলামপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব কুসুম, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, বাবর হোসাইনসহ বিপুল সংখ্যক মুসল্লী ও স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধঅনিশ্চয়তায় তিন ইউনিয়নের ১৭০০ একর জমির চাষবাস
পরবর্তী নিবন্ধপটিয়ায় চার একর জমিতে গড়ে উঠবে ইঞ্জিনিয়ারিং কলেজ