বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নে মসজিদের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজগর হোসাইন আল কাদেরী (২৯) নামে মসজিদের খতিবের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কাথরিয়ার দক্ষিণ বাগমারা বাইতুন–নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কাথরিয়া এলাকার মোহাম্মদ জেবল হোসেনের পুত্র। নিহত আজগর বাংলাদেশ ইসলামি ছাত্র সেনার কাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি বলে জানা যায়।
স্থানীয়রা জানান, মওলানা আজগর হোসাইন শুক্রবার জুমার নামাজ শেষে ওপরে লাগানো মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।