বোয়ালখালীতে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি নিয়ে গেছে এক চোর। গতকাল বৃহস্পতিবার মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ আদায় করতে গিয়ে বিষয়টি জানতে পারেন বলে জানান মুসল্লিরা।
উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে হযরত আব্দুল কাদের জিলানী (রা.) জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. ইকবাল হোসেন বলেন, ধারণা করছি গত বুধবার দিবাগত রাতে দানবাক্সের তালা ভেয়ে টাকা নিয়ে যায় চোরেরা। গতকাল বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা নামায আদায় করতে গিয়ে তালা ভাঙা অবস্থায় দানবাক্সটি দেখতে পায়। এ ঘটনায় ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।