মশা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার পাশাপাশি আইনের প্রয়োগের উপর জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার নগর ভবনের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা বিভাগের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে তদারকি আরও জোরদার করতে হবে। মশা নিয়ন্ত্রণ এবং মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফগিং, লার্ভিসাইড প্রয়োগ, নালা–নর্দমা পরিষ্কার ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি যদি কারো বাড়ি বা স্থাপনায় জমাট পানি থেকে মশার লার্ভা লক্ষ্য করা যায়, তাহলে সংশ্লিষ্ট অঞ্চলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি ও উপ–প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা।
ডা. শাহাদাত বলেন, মশা নিয়ন্ত্রণে বিটিআই নামে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশবান্ধব, মশার লার্ভা ধ্বংসে কার্যকর এবং অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি করে না। এই কার্যক্রমটি বিভিন্ন ওয়ার্ডে সম্প্রসারণের মাধ্যমে মশা কমাতে সহায়তা করছে।
তিনি বলেন, মশা ও জলাবদ্ধতার হটস্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে বিশেষভাবে নজরদারি ও অভিযান চালাতে হবে। এজন্য তিনি নবনিযুক্ত ৮ জন মশক ইন্সপেক্টরকে দায়িত্ব প্রদান করার নির্দেশ দেন, যাতে স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করা যায় এবং স্বাস্থ্যঝুঁকি কমে। তিনি বলেন, কিছু ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতির অভিযোগ পাওয়া যাচ্ছে, যারা গাফিলতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।












