মশা নিধনে আগ্রাবাদ সিডিএ আবাসিকে চসিকের ক্র্যাশ প্রোগ্রাম

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

জাগো সিডিএবাসী জাগো’র দাবির প্রেক্ষিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় মশক নিধন ও পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গত বুধবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে মশা নিধন ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিকের কর্মকর্তাকর্মচারীসহ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে মঙ্গলবার ‘জাগো সিডিএবাসী জাগো’র পক্ষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক ও আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৭ নম্বর রোডের বাসিন্দা খন্দকার বেলায়েত হোসেন।

তিনি চসিক মেয়রকে অবহেলিত সিডিএ আবাসিক এলাকার বিভিন্ন সমস্যার কথা জানান এবং এসব সমস্যা দ্রুত সমাধান করতে মেয়রকে অনুরোধ করেন। চসিক মেয়র তাঁর এই অনুরোধের প্রেক্ষিতে সাক্ষাতের পরদিন সিডিএ আবাসিক এলাকায় পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার জন্য উচ্চ পর্যায়ের কমিটিকে নির্দেশ দেন। মেয়রের নির্দেশনা মোতাবেক উচ্চ পর্যায়ের কমিটি ২৭ নম্বর রোড থেকে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান শুরু করে। এছাড়া মেয়র শাহাদাত আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার উন্নয়নে আরও কিছু কাজ করবেন বলেও জানান। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মুহাম্মদ কানুন রশিদ শাহ আমিরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কারখানা পরিদর্শন