মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সরকার বিরোধী স্লোগান দিয়ে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)

গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে বন্দর থানার বড়পুল মোড়ের দক্ষিণ পাশে পোর্ট কানেক্টিং রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আগুনে পোড়ানো বাঁশের পাঁচটি মশালের অংশ, ১১টি ইটের ভাঙা টুকরা, একটি ভিভো ও একটি রেডমি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়। গতকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

বন্দর থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে জানান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জনসাধারণের ক্ষতি করার লক্ষ্যে এবং নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হয়। তারা হাতে মশাল, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে পোর্ট কানেক্টিং রোড দিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করে। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিষপানে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, ২দিন পর হাত পা বাঁধা লাশ উদ্ধার