মশা মশা আর মশা, প্রাচ্যেররাণী চট্টলা এখন মশার চারণ ভূমিতে পরিণত হয়েছে। দিন রাত সমানে কামড়িয়ে যাচ্ছে মশা,এই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে চাটগাঁবাসী। বিশেষ করে শীত মৌসুমে অত্র অঞ্চলে মশার উপদ্রব অকল্পনীয় ভাবে বেড়ে যায়,তার চেয়েও ভয়ংকর বিষয় বর্তমানে সাধারণ মশার সাথে যুক্ত হয়েছে ডেঙ্গু ,চিকন গুনিয়ার মত মরণঘাতি রোগ ছড়ানো মশা। এই মশককুল ঘরে বাহিরে স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির সর্বস্থাানে দিনে রাতে কামড়াচ্ছে মানুষকে। এসব মশাকে কয়েল জালিয়ে, স্প্রে করে বা মশা তাড়ানো অন্যান্য উপকরণ দিয়েও রোধ করা যাচ্ছেনা।
আমরা দীর্ঘদিন যাবত এই মশা নিধন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নানা রকমের পরিকল্পনার কথা শুনে আসছি কিন্তু অদ্যাবধি তা বাস্তবায়ন হতে দেখা যায়নি। মাননীয় মেয়র মহোদয় মশা নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চট্টগ্রামবাসীকে মশার যন্ত্রণা থেকে রক্ষা করুন।
লেখক: সমাজকর্মী