মশার উপদ্রব থেকে মুক্তি চাই

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

দিনে রাতে মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছেন নগরবাসী। বিকেল ৫ টার পর থেকে শুরু হয় মশার যন্ত্রণাময় কামড়। ফলে দিন শেষে প্রতিটা রাত হয়ে ওঠছে বিভীষিকাময়। খোলা জায়গা থেকে বাসাবাড়ি সব জায়গার মশার উৎপাত বেড়েছে। ফলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মারাত্মক ব্যাঘাত ঘটছে।
এমনিতেই গত ২ বছর যাবৎ কোভিড-১৯ এর কারণে ছাত্র -ছাত্রীদের লেখাপড়া লাটে উঠেছে। মশা বৃদ্ধির মূল কারণ জলাবদ্ধতা। মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থা বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। একদিনের কাজে ১৫ দিন ব্যয় করছে। ফলে জনগণের ভোগান্তির পাশাপাশি মশার উপদ্রবও সমান হারে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং, মশার উপদ্রব থেকে নগরবাসীকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অর্পিতা দেবী দোলা
শান্তিবাগ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধস্যার এডউইন আর্নল্ড : কবি ও সাংবাদিক
পরবর্তী নিবন্ধডাক্তার