দেশে ডেঙ্গুর উপদ্রব চলছে। এ রোগের জীবাণু মশাবাহিত। পথে-ঘাটে স্তূপিকৃত আবর্জনা, প্লাস্টিক বা থার্মোকল, নালা-নর্দমায় জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ফুলের টপ এবং নির্মাণাধীন ও পরিত্যক্ত বিল্ডিংগুলো হয়ে ওঠেছে মশার আতুঁড়ঘর। মানুষকে সচেতন করার জন্য প্রচারও নেই বললেই চলে। বিভিন্ন মিডিয়া কর্তৃক জানা যায়, চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২০৫ জন। কয়েল জ্বালিয়ে মশার আক্রমণ থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। বিকেল ৪টার পর থেকেই মশার উপদ্রবে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বলা যায়, অবস্থা খুবই উদ্বেগজনক।
সুতরাং বাড়ির আশে-পাশে জমা জল অপসারণ, পরিত্যক্ত টায়ার, ভাঙ্গা বালতি, ফুলের টপসহ বিভিন্ন পাত্রে মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেগুলো ধ্বংস করতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অর্পিতা দেবী দোলা
শান্তিবাগ, চট্টগ্রাম।