মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চসিক

মশক নিধনে নগরজুড়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চলবে : মেয়র

| মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ কার্যক্রমের আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার চসিকের উদ্যোগে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আয়োজিত মশক নিধন ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। মশা নিয়ন্ত্রণে আমরা আমেরিকা থেকে বিটিআই নামের একটি অত্যন্ত কার্যকর মশার লার্ভা নিধক ঔষধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করে বেশ ভালো ফল পাচ্ছি। এছাড়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রম মনিটরিং করতে।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা জাহেদুল্লাহ রাশেদ, আবু তাহেরসহ মশক নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং অভিযান আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় রাউজানে যৌথ মহড়া
পরবর্তী নিবন্ধনেপালকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ