মশক নিধন কার্যক্রমে চসিকের মনিটরিং সেল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:০৫ পূর্বাহ্ণ

মশক নিধন কার্যক্রম তদারকির জন্য আট সদস্যের একটি মনিটরিং সেল গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বুধবার এই মনিটরিং সেল গঠন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন দৈনিক আজাদীকে বলেন, করোনা পরিস্থিতিতে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং মশক নিধন কার্যক্রম তদারকির জন্য মনিটরিং সেল গঠন করেছি। করোনা মোকাবেলায় যা যা করা দরকার, তার সবটুকুই করবো। মশক নিধনে ইতোমধ্যে কাজ শুরু করেছি। খাল পরিষ্কার করছি এবং মশার ওষুধ ছিটাচ্ছি।
উল্লেখ্য, গতকাল দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ‘বেড়েছে মশা, নিধনে নেই গতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। নবগঠিত মনিটরিং সেলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে আহ্বায়ক এবং সচিব আবু শাহেদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিএর কাছে ১০ কোটি টাকা চায় চসিক
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ত্রিমুখী সংঘর্ষ সীতাকুণ্ডে ১৪৪ ধারা