আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, নোংরা-আবর্জনা মশার বংশবৃদ্ধির প্রধান কারণ। মশার অত্যাচারে নগরবাসী অতিষ্ঠ। এজন্য মশা বংশবৃদ্ধি করে এমন জায়গা চিহ্নিত করে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সকালে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের উদ্যোগে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল এসব কথা বলেন। আসন্ন চসিক নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচিত হলে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে নগরবাসী যাতে মশার অত্যাচার থেকে নিস্তার পায়-সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। ইকবাল রোডের ফিশারীঘাটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মো. আফসার উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন শাহ, তরনী সেন, রমাকান্ত দাশ, ভক্ত দাশ, প্রকাশ লাল জৈন, নুর আহম্মেদ, ইসমাইল আজাদ, প্রবাল চৌধুরী মানু, অঞ্জন সিকদার, এডভোকেট শান্তুন রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।