পটিয়ার শোভনদন্ডী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তৃতীয় বারের মতো আয়োজিত মল্লপাড়া চ্যাম্পিয়ন লীগ নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস্টাইন দল। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্যালেস্টাইন দল ২–০ গোলে ল্যাব কেয়ার এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় শোভনদন্ডী কলেজ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ খেলায় কানায় কানায় দর্শক পূর্ণ ছিল। ল্যাব কেয়ার এফসির পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ শওকত আলী এবং প্যালেষ্টাইনের পক্ষে ছিলেন নাজিম উদ্দীন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা মুজিবুর রহমান পাপ্পু, আবু বক্কর,ব্যবসায়ী মোহাম্মদ এরশাদুল আলম, বিশিষ্ট ব্যাংকার মোঃ আলমগীর প্রমুখ।