মলিন মর্ম মুছায়ে

সাহাদাত হোসাইন সাহেদ | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। রাজনীতির কর্মকাণ্ড পতিত হয় জনকল্যাণে। সমাজের সকল স্তরের মানব সম্পৃক্ত হয়। কর্ম পেশাজীবী, শ্রমিক মুজুর সমাজের টোকাই থেকে সর্বস্তরের জনতা। জীবনের প্রশান্তির জন্য চাই সরলতা, স্বার্থহীনতা, জাগতিক আকাঙ্ক্ষাকে ত্যাগ করার ইচ্ছে। কিন্তু আমরা কী দেখতে পাই?

মোহ ধান্ধার গরলে মানবের মাথা কিনে খাওয়া। শ্রমিক মেহনতী মানব, সমাজের খেটে খাওয়া মানুষ ও পথকলি টোকাই কে নিয়ে আমাদের জীবন যাত্রা। তাঁদের নিয়ে দেশ ও জাতিসত্তা। সমপ্রতি শিক্ষিত বলে বর্ণিত এক ধরনের কথিত রাজনীতি সেবকপদলেহনে মানুষকে মানুষ না বলে ঘোলা পানিতে মাছ বশীকরণ প্রচেষ্টায় মানবকে টোকাই বলতে দ্বিধা করেন না। বিচিত্র মানুষ, বিচিত্র চিন্তা চেতনা। এসব লোককে কী বলা যায়? শিক্ষার চাতুর্য মনোভাবে এরা কি এখনো সুশিক্ষিত হয় উঠেনি? নিজের বিরান কর্ম প্রয়োজনে ও সাধনে এরা মনোবাসিনী, অথচ অন্যের বেলায় সবই টোকাই। এমন কর্ম ক্রীয়া কি মানা যায়? ভাগ্য বিধাতা তুমি মলিন মর্ম মুছাতে, দাও তব দান শান্তিরো পারে। করব শিক্ষিত জনরে হবে সুশিক্ষিত।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর সত্যিকার অর্থে নতুন হয়ে উঠুক
পরবর্তী নিবন্ধমনোনয়নে শ্রদ্ধা ও প্রত্যাশা