‘মলম পার্টির খপ্পরে’ বন্দরের কর্মচারী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:০৩ অপরাহ্ণ

মলম পার্টির খপ্পরে পড়েছেন মো. শফি উল্লাহ নামে বন্দরের এক কর্মচারী। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অলংকার মোড় থেকে তাকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পাহাড়তলী থানাধীন অলংকার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাহেদ।

তিনি জানান, উপস্থিত লোকজন খবর দিলে মো. শফি উল্লাহ নামে বন্দরের এক কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওনার কাছ থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জেনেছি তিনি বন্দরের চাকরিজীবী। আমরা তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ধারণা করা হচ্ছেলোকটি মলম পার্টির খপ্পরে পড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে ধনী শহর নিউইয়র্ক
পরবর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর জাফরুল ইসলামের স্মরণ সভা