মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, শ্রম–বৈষম্য নয়, শিক্ষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে বৈষম্য এক পর্যায়ে ককটেলের মতোই বিস্ফোরিত হয়েছে! যে আন্দোলনের ঢেউ ছাত্র জনতাকে এক কাতারে শামিল করেছে রাজপথে। জীবন উৎসর্গ করেছে তরুণরা। তিনি গত ১ মে মোহরা ৫নং ওয়ার্ড মৌলভীবাজারে শ্রমিক দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পোশাকশিল্প, জাহাজশিল্প, ইমারত নির্মাণ শিল্পসহ বিভিন্নক্ষেত্রে কর্মরত লাখো শ্রমিক উপযুক্ত পারিশ্রমিক ও অন্যান্য অধিকার পান না। মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন জাতীয়ভাবে ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বখতেয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, সদস্য মো. আজম, ইলিয়াছ চৌধুরী, জানে আলম জিকু, ইকবাল উর রহমান চৌধুরী, আবু বক্কর, দিদারুল ইসলাম হিরামন, আলমগীর, খোরশেদ আলম রুবেল, ওসমান, লোকমান, মাসুম, কবীর, আনোয়ার হোসেন বাপ্পী, জিদান, ইরান, মামুন, শহীদ, খোরশেদ, জাহাঙ্গীর, নাছির, খোরশেদ, ইলিয়াস, সরোয়ার, দিদার, মো. ইকবাল, সাহাবউদ্দিন, হায়দার, মোরশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।