মর্তুজা বেগম

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ইসলামী চিন্তাবিদ ও লেখক মরহুম নুরুল আবছারের সহধর্মিনী মর্তুজা বেগম (৮২) গত ১৪ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ১ কন্যা রেখে যান। তিনি কবি ও আইনজীবী অধ্যাপক খান শফিকুল মান্নানের ভগ্নি ছিলেন। বিপুল সংখ্যক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী তাঁর জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে হযরত গরীব উল্লাহ শাহ (র.) দরগা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আবু তাহের, চট্টগ্রাম মেডিকেলের ডা. মাহমুদা এ চৌধুরী আরজু, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবুল হাসান ও চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যাপক অধ্যাপক নাজিম উদ্দিন মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও জুলুসের র‌্যালি
পরবর্তী নিবন্ধআমাতুন-নূর