মর্ণিং ফিটনেস জোন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তমাল কিংস

| বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৪:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মর্ণিং ফিটনেস জোনের অভ্যন্তরীন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তমাল কিংস। গতকাল রাউন্ড রবীন লিগের খেলায় ইমরুল চ্যালেঞ্জার্সকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে দলটি ফাইনালে যায়। টাইব্রেকারে তমাল কিংসের তমাল ও ইউনুস এবং ইমরুল চ্যালঞ্জার্সের নারায়ন গোল করেন। সিআরবি মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের অপর ম্যাচে আজাদ ফাইটার্স সরাসরি ২-০ গোলে ফরহাদ রয়েলসকে হারিয়ে ফাইনালের খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে। জয়ী দলের রানা ২টি গোল করেন। আজ ইমরুল চ্যালেঞ্জার্সকে হারাতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে আজাদ ফাইটার্স। তবে ইমরুল চ্যালেঞ্জার্সও জিতলে ফাইনালে পৌঁছে যাবে।

ম্যারাডোনাকে সম্মান জানানো হবে মহাকাশে

মৃত্যুর পর থেকেই বিখ্যাত ডিয়েগো ম্যারাডোনাকে নানাভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। এবার আর্জেন্টাইন কিংবদন্তিকে অভিনব উপায়ে সম্মান জানানো হবে মহাকাশে। এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে ম্যারাডোনার ব্যবহৃত সামগ্রী পাঠানো হবে। প্রয়াত তারকার এক জোড়া জুতো এবং একটি হার্ড ড্রাইভ ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে বিশেষভাবে জুড়ে দেওয়া হবে। সেই হার্ড ড্রাইভে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যারাডোনার সমর্থক এবং অনুরাগীদের ভিডিও এবং অডিও বার্তা থাকবে। কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া হয়েছে ‘কসমিক কাইট’।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় ১০০ দিন পরে খুলল প্রেসিডেন্টের দপ্তর
পরবর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের চূড়ান্ত বাছাই আজ