মর্ণিং ফিটনেস জোনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মর্ণিং ফিটনেস জোন আয়োজিত অভ্যন্তরীন ফুটবল টুর্নামেন্ট আজ সোমবার থেকে সিআরবি মাঠে শুরু হবে। চার দলের এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সকাল ৭ টায় ইমরুল চ্যালেঞ্জার্স ও ফরহাদ রয়েলস মুখোমুখি হবে। একই দিন সকাল ৭টা ৫০ মিনিটে ২য় খেলায় আজাদ ফাইটার্স ও তমাল কিংস প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এ উপলক্ষে সংগঠনের সিনিয়র সদস্য মাহামুদুর রহমান মাহাবুবকে চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ সঞ্চালন লাইনের চূড়ায় যুবক
পরবর্তী নিবন্ধছুরি ও চাপাতি আগেই সংগ্রহ করে খুনিরা, ছিল সুযোগের অপেক্ষায়