মর্জিমাফিক চলাচল করায় ৮টি হিউম্যান হলার ডাম্পিং ইয়ার্ডে

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে গতকাল বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত১২ নগরীতে অভিযান পরিচালনা করেছেন। গতকাল সকাল থেকে বিকেল অব্দি নগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চারটি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিটের শর্ত ভঙ্গ করে নিজেদের মর্জিমাফিক চলাচল করার দায়ে ৮টি হিউম্যান হলার গাড়িকে আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

পূর্ববর্তী নিবন্ধতালসরা দরবারের ওরশ ২৯ জানুয়ারি
পরবর্তী নিবন্ধটেক্সি থেকে বিদেশী পিস্তলসহ চালক গ্রেপ্তার