মরিয়মনগরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চলাচলের প্রধান মাধ্যম মরিয়মনগর রশিদিয়া পাড়া থেকে ইছামতি কাটাখালী সড়কের আরসিসি ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, ইউপি সদস্য মো. করিম, মো. ইসমাঈল, আ.নেতা মো. গিয়াস, মো. ইদ্রিছ, মো. সৈকত, মো. ইউনুস, গিয়াস উদ্দিন প্রমুখ। উদ্বোধনকালে নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় চরম দুর্ভোগে ছিলেন এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে এটি সংস্কারের দাবি ছিল স্থানীয়দের। রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে স্থানীয়রা এই সড়কটি সংস্কারের দাবি জানান। এর আলোকে তথ্যমন্ত্রীর হাত ধরে অবশেষে বহুল গুরুত্বপূর্ণ এই সড়কটি আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, এলজিইডি’র আম্পান প্রকল্পের আওতায় ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ১৬৮৫ মিটার সড়কটি উন্নয়ন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পশৈলী পুরস্কার পাচ্ছেন ড. সুনীতিভূষণ কানুনগো
পরবর্তী নিবন্ধহাটহাজারী মাদরাসার মহাপরিচালক হলেন আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া