মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৭:০২ পূর্বাহ্ণ

মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই বাংলাদেশি এবং একটি কোম্পানির কর্মী বলে মরিশাসে বাংলাদেশের হাই কমিশনার রেজিনা আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ডরমিটরি থেকে কোম্পানির নিজস্ব বাসে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানী পোর্ট লুইসের পাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটালে দুজন ঘটনাস্থলেই মারা যান। দুজন মারা গেছেন হাসপাতালে নেওয়ার পর। খবর বিডিনিউজের।
নিহতরা হলেন- ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাতজন এখনও হাসপাতালে ভর্তি আছেন বলে জানান রেজিনা। তাদের জন্য একজনের অবস্থা গুরুতর। বাকি ১০-১২ জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাই কমিশনার রেজিনা বলেন, হাইভেক লিমিটেড নামক ওই নির্মাণ কোম্পানিতে ৫১২ জনের মতো বাংলাদেশি কাজ করেন। দুর্ঘটনা কবলিত বাসে প্রায় ৫০ জন বাংলাদেশি কর্মী ছিলেন। নিহতদের লাশ দেশে আনার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, প্রবাসীদের মৃত্যুর পর মরিশাসে শ্রমমন্ত্রী এসেছিলেন। মরদেহ দেশে পাঠানো এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদিল্লিকে উড়িয়ে ফাইনালে মুম্বাই
পরবর্তী নিবন্ধবিএইচবিএফসি এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি