নগরীর খাতুনগঞ্জ ও আন্দরকিল্লা এলাকার ক্র্যাশিং মিল এবং খাবার হোটেলে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম। গতকাল দুপুরে চলা অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুস সোবহান জানান, খাতুনগঞ্জেহর সেবা গলির আল আমিন ক্র্যাশিং মিল, মোল্লা মার্কেটের আলম ক্র্যাশিং মিল ও হেলাল ক্র্যাশিং মিলে করাতকলের কাঠের মিহি গুড়ার সঙ্গে রং, মরিচ, হলুদ মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। আমরা নমুনা সংগ্রহ করেছি। তিনটি কারখানার মালিক পলাতক।
তাই কারখানায় আমরা তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপর অভিযানে আন্দরকিল্লার আল মদিনা হোটেল ও রেস্টুরেন্ট নোংরা রান্নাঘর, ফ্রিজে রান্না ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ, ছাপানো নিউজপ্রিন্টে মুড়িয়ে খাবার সংরক্ষণ, বাসি খাবার সংরক্ষণের অপরাধে নিয়মিত মামলার সিদ্ধান্ত হয়েছে।
 
        
