নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় নিম্নমানের মরিচ ক্রাশিং করে লাল টেক্সটাইল রঙ মিশিয়ে বাজারজাত করার দায়ে জয় মসলা ফুড প্রোডাক্টসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। ফয়েজ উল্যাহ বলেন, অভিযানে দেখা যায়–বাকলিয়ার মিয়াখান নগরে জয় মসলা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি অতি নিম্নমানের শুকনো মরিচ ক্রাশিং করে অননুমোদিত টেক্সটাইল রঙ মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে। তাই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।