কক্সবাজারের চকরিয়ায় মরে যাওয়া মুরগী জবাই করে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সন্ধ্যায় পৌরশহরের কাঁচাবাজারের একটি মুরগীর দোকানে এই অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় অর্থদণ্ড দেওয়া মুরগী বিক্রেতার নাম মোহাম্মদ কালু প্রকাশ কালু মেম্বার। সে চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কসাই পাড়ার ফেরদৌস আহমদের পুত্র। মরে যাওয়া মুরগী জবাই করে একটি হোটেলে সরবরাহ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। বলেন, অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। তিনি বলেন, মরা মুরগী জবাই ও বিক্রির দায়ে জরিমানা করা ছাড়াও দোকানগুলোকে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।











